ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ও ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা, বাদ মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
টেস্ট ও ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা, বাদ মাশরাফি মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (০৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক ওয়ানডে স্কোয়াডে নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নাম।

 

এছাড়া ২০ সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।  

ওয়ানডে দলে ‘নড়াইল এক্সপেস’র জায়গা না হওয়া নিয়ে নির্বাচকরা জানিয়েছেন, ভবিষ্যৎ আর বাস্তবতার কথা চিন্তা করেই মাশরাফিকে দলে রাখা হয়নি।

তবে ওয়ানডে দলে রয়েছে চারজন নতুন মুখ। পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। অন্যদিকে টেস্ট দলে রয়েছে দু’টি নতুন মুখ রয়েছে। ওয়ানডে দলের মতো টেস্টে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। ইয়াসির আলী চৌধুরী রাব্বি টেস্ট দলে প্রথমবার দলে জায়গা পেয়েছেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা শেষে প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন সাকিব আল হাসান।  

আগামী ১৪ ও ১৬ জানুয়ারি জাতীয় দলের ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৭ জানুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দু’দল। প্রথম টেস্ট শুরু হবে ০৩ ফেব্রুয়ারি।  

বাংলাদেশ প্রাথমিক ওয়ানডে দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মোসাাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদী হাসান ও রুবেল হোসেন।

বাংলাদেশ প্রাথমিক টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।