ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইরিশদের বিপক্ষে আফগানদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
আইরিশদের বিপক্ষে আফগানদের দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য শনিবার (০২ জানুয়ারি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই মাসের শেষদিকে ওমানে এই সিরিজ শুরু হবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে এই সিরিজ হবে ওমানে।  

অবশ্য এই সিরিজের প্রস্তুতির জন্য ইতোমধ্যে আবু ধাবিতে পৌঁছেছে আইরিশরা। অন্যদিকে আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে আফগানরা ভালভাবে প্রস্তুতি নিতে পারছে না জানিয়েছেন এসিবি’র ডিরেক্টর অব ক্রিকেট রইস আহমেদজাই।  

বর্তমানে আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার বিগ ব্যাশে খেলছেন। সিরি শুরুর আগে তাদের পাওয়ার আশা করছেন তিনি।  

আফগানিস্তান স্কোয়াড: আসগর আফগান, রহমত শাহ, নবিন-উল-হক, হাসমত শহীদি, ইয়ামিন আহমেদজাইন, ওসমান ঘানি, আজমতুল্লাহ ওমরজাই, রহমতউল্লাহ গুরবাজ, সাঈদ আহমেদ শিরজাদ, নাজিব জাদরান, জাওয়াদ আহমাদি, রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, মুজিব রহমান এবং শরফুদ্দিন আশরাফ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।