ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল ২০২১ থেকে নাম প্রত্যাহার করলেন স্টেইন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
আইপিএল ২০২১ থেকে নাম প্রত্যাহার করলেন স্টেইন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২১ আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ডেল স্টেইন। টুইটারে এক ঘোষণায় অবশ্য তিনি জানান, ক্রিকেট থেকে কিছুদিন নিজেকে বাইরে রাখতে চান।

তবে এসময় আইপিএলের অন্য কোনো দলের হয়েও তিনি খেলবেন না বলেও জানান।

নিজের টুইটার অ্যাকাউন্টে স্টেইন লিখেন, ‘একটি ছোট বার্তার মাধ্যমে সবাইকে জানাতে চাই, এবছর আইপিএলে আমি থাকছি না। এমনকি অন্য কোনো দলের হয়ে খেলার পরিকল্পনাও আমি করছি না। এসময় আমি ক্রিকেট থেকে কিছুটা আলাদা থাকতে চাই। এ ব্যাপারটা বোঝার জন্য আরসিবিকে (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) ধন্যবাদ। না আমি অবসরে যাচ্ছি না। ’

তবে আরেকটি টুইটে স্টেইন নিশ্চিত করেন তিনি অন্য লিগে খেলবেন। তিনি লিখেন, আমি অন্য লিগগুলোতে খেলবো। আমি অবসরে যাচ্ছি না। ২০২১ দুর্দান্ত কাটবে বলে আশাকরি। ’

২০২০ সালের আইপিএল অবশ্য ভালো কাটেনি স্টেইনের। মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। যেখানে ১১.৪০ ইকোনোমিতে মাত্র একটি উইকেট দখল করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।