ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

কলকাতা: নতুন বছরের দ্বিতীয় দিনে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের জন্য দুঃসংবাদ। আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

জানা যায় শনিবার (০২ জানুয়ারি) সকালে নিজের বাড়িতেই শরীরচর্চা করছিলেন তিনি। সেই সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান।

সঙ্গেসঙ্গেই সৌরভকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখছেন।

তবে জানা যায়, শুক্রবার রাত থেকেই কিছুটা অসুস্থ ছিলেন ভারতের সাবেক সফল এই দলনেতা। তার পরদিন মাথা ঘুরে পড়ে যাওয়া।

অবশ্য সৌরভের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানা যায়। ইমারজেন্সি থেকে তাকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তার অসুস্থতার খবর পেয়েই দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করে সমস্ত রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এ ব্যাপারে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, বুকের ব্যাথার কারণে বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতের সাবেক অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
ভিএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।