ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াগনারের পরিবর্তে কিউই দলে হেনরি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
ওয়াগনারের পরিবর্তে কিউই দলে হেনরি ম্যাট হেনরি

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন ম্যাট হেনরি। চোটে পড়া নেইল ওয়াগনারের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে।

 

প্রথম টেস্টে ডান পায়ের চতুর্থ ও পঞ্চম আঙুলে চোট পান বাঁহাতি পেসার ওয়াগনার। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘ওয়াগনারের সুস্থ হতে কমপক্ষে ৬ সপ্তাহ লাগবে। ’  

হেনরিকে দলে নেওয়ার বিষয়ে ব্ল্যাক ক্যাপদের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘ম্যাট বল হাতে ভাল ফর্মে আছে। সম্প্রতি সে নিউজিল্যান্ড এ দলের হয়ে পাকিস্তান শাহীনের (এ দল) বিপক্ষে ৫৩ রানে ৬ উইকেট নিয়েছে। ’

আগামী ৩ জানুয়ারি হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা।  

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), উইল ইয়ং।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১ 
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।