ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকার নেতৃত্ব ছাড়লেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
দ. আফ্রিকার নেতৃত্ব ছাড়লেন ডু প্লেসিস ফাফ ডু প্লেসিস

আন্তর্জাতিক ক্রিকেটে আর দক্ষিণ আফ্রিকাকে নেতৃ্ত্ব দিবেন না ফাফ ডু প্লেসিস। দলের মধ্যে তরুণদের সুযোগ করে দিতে অধিনায়ত্ব ছেড়েছেন তিনি। 

সোমবাব (১৭ ফেব্রুয়ারি) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিজ্ঞপ্তিতে জানায়, ডু প্লেসিস আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ত্বের ইতি টেনেছেন। কুইন্টিন ডি ককের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা যাতে দলের মধ্যে সুবিধা করতে পারে তার জন্য অধিনায়কত্ব ছেড়েছেন ৩৫ বছর বয়সী তারকা।

 

এই মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেন ডি কক।  এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ভাবা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য টেস্ট ও টি-টোয়েন্টি অধিনাযক হিসেবে।  

হঠাৎ নেতৃত্ব ছাড়ার কারণ জানিয়ে ডু প্লেসিস বলেন, ‘ক্রিকেটে দলকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়াটা অত্যন্ত সম্মানের ও মর্যাদার। নতুন এক যুগে প্রবেশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। দলে নতুন অধিনায়ক, নতুন মুখ এসেছে। ’ 

অধিনায়কত্ব ছাড়লেও অবশ্য তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান ডু প্লেসিস। সে বিষয়ে তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমি তিন ফরম্যাটেই খেলে যেতে চাই। দলের নতুনদের সঙ্গে নিজের অভিজ্ঞতা-জ্ঞান ভাগাভাগি করতে চাই। ’ 

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।