ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সফরের জন্য ক্রিকেটারদের সম্মতি চাইছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
পাকিস্তান সফরের জন্য ক্রিকেটারদের সম্মতি চাইছে বিসিবি অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা: ছবি-সংগৃহীত

পাকিস্তান সফর নিয়ে এখনও দোলাচলে বাংলাদেশ। দু’দলের সিরিজ আদৌ হবে কি হবে না তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি ও পিসিবি। তবে সামান্য হলেও আলোর রেখা দেখা যাচ্ছে এবার। পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে ক্রিকেটারদের কাছ থেকে সম্মতি চাইছে বিসিবি। 

অবশ্য ক্রিকেটারদের সম্মতি আদায় করলে চলবে না। কারণ প্রতিটি বিদেশ সফরের আগে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক রুটিনের একটি অংশ।

তার জন্য সরকারের গ্রিন সিগনালও পেতে হবে বিসিবিকে।

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের একজন টেস্ট বিশেষজ্ঞ ইএসপিএন ক্রিকিনফো’কে নিশ্চিত করেছেন যে, পাকিস্তান সফরের জন্য তিনি সই করেছেন।

পূর্বে বিসিবি বলেছিল, বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলবে এবং টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা নেই।

এক্ষেত্রে পিসিবিকে বিসিবি প্রস্তাব দিয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ আয়োজনের। তবে সিরিজের একটি টেস্ট পাকিস্তানে এবং অন্যটি বাংলাদেশে খেলার প্রস্তাব দেওয়ার বিষয়টিও অস্বীকার করেছে বিসিবি।

ক্রিকেটারদের সম্মতি চাইলেও পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি জানা যাবে ১২ জানুয়ারি, বিসিবি’র বোর্ড সভায়। যদি সফরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ‘হ্যাঁ-বোধক’ হয় তবে বাংলাদেশ দল পাকিস্তানে উড়াল দিতে পারে ১৮ জানুয়ারি, বিপিএল ফাইনালের পর।

এটা জানা গেছে, পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত আলোচনার জন্য মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে পারেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে বিসিবি চায় সফরটিকে দু’ভাগে ভাগ করে খেলতে। শ্রীলঙ্কা যেমন দুই ভাগে টি-টোয়েন্টি ও টেস্ট খেলেছে, তেমনি বাংলাদেশও চায় একইভাবে পাকিস্তানের বিপক্ষে খেলতে।

বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানে খেলতে রাজি। তবে দেশটিতে নিরাপত্তার কথা মাথায় রেখে টেস্টের জন্য নিরপেক্ষ ভেন্যু চায় বিসিবি। আর সেটিই মানতে নারাজ পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।