ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশের ব্যাটসম্যানরা রীতিমতো ভয় পাচ্ছিল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
‘বাংলাদেশের ব্যাটসম্যানরা রীতিমতো ভয় পাচ্ছিল’ ছবি: সংগৃহীত

ভারত সফরের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচই গড়িয়েছে আড়াইদিন। ভারতীয় পেসারদের কাছেই মূলত নাস্তানাবুদ হতে হয়েছে সফরকারী ব্যাটসম্যানদের। দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে স্বাগতিক পেসাররা।

ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার মতে, বাংলাদেশের ব্যাটসম্যানরা ভারতীয় পেসারদের ভয়ে রীতিমতো কাঁপছিল। সফরকারীরা হেরে গেছে মোহাম্মদ শামি, উমেস যাদব আর ইশান্ত শর্মার গতি, সুইং আর বাউন্সারের কাছে।

ঋদ্ধিমান জানালেন, ‘এত আগ্রাসী বোলিং আক্রমণ কখনও দেখিনি। বাংলাদেশের ব্যাটসম্যানরা রীতিমতো ভয় পাচ্ছিল আমাদের পেসারদের বলগুলো খেলতে। উইকেটের পেছনে থেকে পেসারদের সেই আগ্রাসন ধরে রাখার দায়িত্বটা ছিল আমার। আমি বাংলাতেই উইকেটের পেছন থেকে পেসারদের উৎসাহ দিয়ে গেছি। তাতে বাংলাদেশের ব্যাটসম্যানরাও বেশ চাপে পড়ে গিয়েছিল। ’

আইপিএলে দর্শক ঠাসা ইডেন গ্যালারির মাঝে খেলার প্রথম অভিজ্ঞতা হয়েছিল ঋদ্ধিমান সাহার। এই ইডেনেই শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ছিলেন তিনি। ওই দুই টেস্ট সিরিজে তখন ৫০ শতাংশও মাঠ ভর্তি হয়নি। অথচ বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে পুরো স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয়।

ভারতের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ তার কাছে ফিরিয়ে দিয়েছে আইপিএলের অনুভূতি। ঋদ্ধিমান জানালেন, ‘এটা টেস্ট, না আইপিএল! বুঝে ওঠতে পারছিলাম না। এটা অসাধারণ অনুভূতি। ইডেনের ৬০ হাজার দর্শকের মধ্যে আগে টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি। শুরুতে মনে হয়েছিল এ যেন সাদা পোশাকে আইপিএল খেলছি। ফিল্ডিংয়ের সময় প্রত্যেকটা ‘ডট বল’ এর সঙ্গে সমর্থকেরা চেঁচিয়ে উঠছেন। উইকেট পড়লেই যেন শুরু হয় মেক্সিকান ওয়েভ। এই অভিজ্ঞতা কখনও ভোলার নয়। ’

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।