ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কে কোথায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কে কোথায় ছবি: সংগৃহীত

আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাত ম্যাচের সাতটিতেই জিতেছে ভারত। বিশ্ব এই টুর্নামেন্টের সবশেষ দুই ম্যাচে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছে ভারত, আর পাকিস্তানকে ইনিংসে ও ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

ভারত শতভাগ জয় পেলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইয়ে থাকা অস্ট্রেলিয়া হেরেছে দুই ম্যাচে। ভারতের চেয়ে এক ম্যাচ কম খেলেছে অজিরা।

৬ ম্যাচে ওয়ার্নার-স্মিথদের জয় তিনটিতে আর পরাজয় দুটিতে। বাকি ম্যাচটি ড্র করেছে অস্ট্রেলিয়া।

টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে ৯টি দেশ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বাদ নিয়েছে। সবশেষ সেখানে যুক্ত হয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে, আফগানিস্তান আর আয়ারল্যান্ডের এই টুর্নামেন্টে এখনও নাম তোলা হয়নি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা ৯টি দেশের ৫টি এরই মধ্যে নিজেদের নামের পাশে পয়েন্ট যোগ করেছেন। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার নামের পাশে কোনো পয়েন্ট যুক্ত হয়নি।

সাত ম্যাচের সাতটিতেই জেতা ভারতের পয়েন্ট সর্বোচ্চ ৩৬০। বিরাট কোহলির দলের অবস্থান যথারীতি শীর্ষে। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৬। তিনে থাকা নিউজিল্যান্ড ২ ম্যাচের একটিতে জিতেছে, একটিতে হেরেছে। তাদের পয়েন্ট ৬০। কিউইদের সমান পয়েন্ট আছে চারে থাকা শ্রীলঙ্কার। লঙ্কানরাও ২ ম্যাচের একটিতে জিতেছে, একটিতে হেরেছে। পাঁচে থাকা ইংল্যান্ড ৫ ম্যাচের দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে আর একটিতে ড্র করে সংগ্রহে রেখেছে ৫৬ পয়েন্ট।

কোনো পয়েন্ট যোগ করতে না পারা পাকিস্তান (ছয় নম্বরে) ১ ম্যাচের একটিতে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ (সাত নম্বরে) ২ ম্যাচের দুটিতেই হেরেছে। বাংলাদেশ (আট নম্বরে) দুই ম্যাচের দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে। আর দক্ষিণ আফ্রিকা (নয় নম্বরে) তাদের তিন ম্যাচের সবকটিতেই হেরেছে।

১ আগস্ট ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজ এই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বিবেচিত হবে। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ ৯টি দল টেস্ট চ্যাম্পিয়নশিপে লড়াই করবে। এই দুই বছরে প্রতিটি দল খেলবে ৬টি সিরিজ। প্রতি দলের সুযোগ থাকবে মোট ৭২০ পয়েন্ট সংগ্রহ করার।

প্রতিটি সিরিজের মোট পয়েন্ট হবে ১২০। সিরিজে দুটি ম্যাচ হলে এক একটি ম্যাচের পয়েন্ট হবে ৬০। জিতলে পূর্ণ পয়েন্ট, টাই হলে ৩০ পয়েন্ট আর ড্র করলে পাবে ২০ পয়েন্ট। সিরিজে পাঁচটি ম্যাচ হলে প্রতি ম্যাচে জিতলে পয়েন্ট হবে ২৪, টাই হলে পাবে ১২ পয়েন্ট আর ড্র করলে পাওয়া যাবে ৮ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।