ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এলিমিনেটর পর্ব নিশ্চিত করলো সাকিবের ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
এলিমিনেটর পর্ব নিশ্চিত করলো সাকিবের ঢাকা ঢাকার জয়। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম চার ম্যাচ জিতে নিজেদের শক্তিমত্তার জানান দেয় ঢাকা ডায়নামাইটস। সেই ঢাকাই কিনা এলিমিনেটর পর্ব নিশ্চিত করতে অপেক্ষা করতে হলো লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত। সেই সাথে রাজশাহী কিংসকে বিদায় করে দিয়ে জায়গা করে নিল এলিমিনেটর পর্বে।

খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে এলিমিনেট পর্ব নিশ্চিত করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকাকে ঝড়ো সূচনা এনে দেন দুই ওপেনার সুনীল নারাইন ও উপুল থারাঙ্গা।

২.৪ ওভারে ৪৩ রান আসে এ দুজনের ব্যাট থেকে। নারাইন ১৩ বলে ৩৫ রান করে আউট হন। এরপর সাকিব আল হাসান ও মিজানুর রহমান দ্রুত বিদায় নিলেও ম্যাচে তার কোন প্রভাব পড়েনি।  

ঢাকার জয়।  ছবি: শোয়েব মিথুন

উপুল থারাঙ্গা ৩০ বলে ৪২ রানের ইনিংস খেলে আউট হলে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায় ঢাকার জন্য। এরপর নুরুল হাসান সোহান ও কাইরন পোলার্ডের ব্যাটে ভর করে ৩১ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় ঢাকা ডায়নামাইটস। সোহান ২৭ ও পোলার্ড ৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে শেরে বাংলা স্টেডিয়ামে টস রে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে ওপেনার জুনায়েদ সিদ্দিকির উইকেট হারায় খুলনা। ব্যক্তিগত ১৮ রানে ব্রেন্ডন টেলর ও ৭ রানে ডেভিড মালানের উইকেট হারালে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা টাইটান্স।  

তবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুলনার কোন ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। নিয়মিত বিরিতিতে উইকেট হারাতে থাকে টুর্নামেন্ট থেকে বাদ পড়া খুলনা।  

ঢাকার জয়।  ছবি: শোয়েব মিথুন

ডেভিড ওয়েইসি ৩০ ও নাজমুল হোসেন শান্ত ২৪ রানের ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান তোলে খুলনা।  

ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান ও রুবেল হোসেন ২টি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ হন উপুল থারাঙ্গা।  

আগামী ৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে মিরপুরে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।