ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞা শেষে দলে ফিরলেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
নিষেধাজ্ঞা শেষে দলে ফিরলেন পান্ডিয়া হার্দিক পান্ডিয়া। ছবি: সংগৃহীত

নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাময়িক নিষেধাজ্ঞায় পড়েন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া ও ব্যাটসম্যান লোকেশ রাহুল। তবে দুজনেরই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বোর্ড। নিষেধাজ্ঞা শেষে এরই মধ্যে নিউজিল্যান্ডে অবস্থান করা ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হার্ডিক পান্ডিয়া।

পান্ডিয়া জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও লোকেশ রাহুল যোগ দিয়েছেন ভারতীয় 'এ' দলে। নিউজিল্যান্ডে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে একাদশেও আছেন পান্ডিয়া।

মাউন্ট মাউনগানুইতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বিরাট কোহলির দল।

টসে জিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা। দলে নেই অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। দলের হয়ে এরই মধ্যে দুটি উইকেটও নিয়ে নিয়েছেন পান্ডিয়া।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।