ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
খুলনার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে সিলেট ফিল্ডিংয়ে নেমেছে সিলেট-ছবি: বাংলানিউজ

খুলনা টাইটান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে সিলেট সিক্সার্স।

বুধবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স।

আজকের ম্যাচটি পয়েন্ট টেবিলের নিচের সারিতে থাকা দুই দলের লড়াই।

শীর্ষ চারে স্থান পাওয়ার কোনো সুযোগ নেই এখন পর্যন্ত মাত্র এক ম্যাচ জেতা খুলনার। তবে বাকি ম্যাচগুলো জিতলে সেই সম্ভাবনা এখনো আছে সিলেটের জন্য।

সিলেট সিক্সার্সের একাদশ
লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, জাকের আলী (উইকেটরক্ষক), নাসির হোসেন, অলক কাপালি, তাসকিন আহমেদ, মোহাম্মদ নওয়াজ , মোহাম্মদ ইরফান ও সোহেল তানভীর (অধিনায়ক)।

খুলনা টাইটান্সের একাদশ
আল-আমিন, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ডেভিড ওয়েইসি, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান ও শুভাশিস রায়।

বাংলাদেশ সময় ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।