ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
টসে জিতে ব্যাটিংয়ে খুলনা টস করছেন রিয়াদ ও মিরাজ-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (৯ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫-২০ মিনিটে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।  

বিপিএলে চলতি ঢাকা পর্বের খেলায় পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দুই দলের লড়াই মাঠে গড়িয়েছে।

২ ম্যাচ খেলে এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি খুলনা। অপরদিকে ১ ম্যাচ খেলে জয়শুন্য রাজশাহীও। আজকের ম্যাচটি তাই প্রথম জয়ের দেখা পাওয়ার সুযোগ দুই দলের সামনেই।

রাজশাহী কিংসের একাদশ: মোহাম্মদ হাফিজ, মুমিনুল হক, সৌম্য সরকার, লৌরি ইভান্স, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকির হাসান (উইকেটরক্ষক), কায়েস আহমেদ, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, ইসুরু উদানা, ফজলে মাহমুদ।

খুলনা টাইটান্সের একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিক, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহির খান, ডেভিড মালান, শুভাশিস রায়, ডেভিড ওয়েসি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।