ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল অভিষেকে ওয়ার্নারের ১৪, স্মিথের ১৬

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
বিপিএল অভিষেকে ওয়ার্নারের ১৪, স্মিথের ১৬ বিপিএল অভিষেক ভালো হলো না ওয়াবর্নার-স্মিথের-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের নাম যোগ হওয়ার পর থেকেই ক্রিকেট সমর্থকরা এই দুই ক্রিকেটারের ক্যামিও দেখার অপেক্ষায়। কিন্তু রোববার (৬ জানুয়ারি) নিজেদের বিপিএল অভিষেকে অস্ট্রেলিয়ার এই দুই মহা তারকা খুশি করতে পারলেন না ক্রিকেট ভক্তদের।

সিলেট সিক্সার্সের হয়ে ওয়ার্নার ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে স্মিথ অধিনায়কত্ব করছেন এই ম্যাচে। টসে জিতে ফিল্ডিং নেন স্মিথ।

অধির আগ্রহে অপেক্ষা করছিলেন ক্রিকেট সমর্থকরা ওয়ার্নারের ধুমধারাক্কা ব্যাটিংয়ের। কিন্তু হতাশ করলেন তিনি। ১৩ বলে ১৪ রান করেই ফেরেন তিনি।  

এরপর অপেক্ষা স্মিথের জন্য। কুমিল্লার হয়ে ব্যাট হাতে আভাসটা ভালোই দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক। কিন্তু তিনিও বেশি সময় থাকতে পারলেন না। ১৭ বলে ১৬ রান করে আল আমিনের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।