ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের সঙ্গে রেকর্ড বইয়ে নাম লেখালেন জ্যামিসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
সাকিবের সঙ্গে রেকর্ড বইয়ে নাম লেখালেন জ্যামিসন ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ছুঁয়ে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন কিউই এক ফাস্ট বোলার। যেখানে তার উপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান ও ইংল্যান্ডের আরুল সুপিয়াহ। রেকর্ড বইয়ে নাম লিখিয়ে দুর্দান্তভাবেই বছরের শুরু করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার কাইল জ্যামিসন।

টি-টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় সেরা বোলিং ফিগারের মালিক এখন এই ফাস্ট বোলার জ্যামিসন। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে ক্যান্টারবুরির হয়ে খেলছেন তিনি।

ম্যাচে অকল্যান্ডের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৬ উইকেট নেন জ্যামিসন।  

বিশ্ব টি-২০তে এটি তৃতীয় সেরা হলেও নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এটি সেরা বোলিং ফিগার। মঙ্গলবার (১ ডিসেম্বর) এই ম্যাচে প্রথম স্পেলে তিন ওভারে ৬ রানে ৩ উইকেট নেন জ্যামিসন। দ্বিতীয় স্পেলে বল করতে এসে নির্ধারিত চার ওভারের শেষ ওভারের শেষ চার বলের মধ্যে নেন ৩ উইকেট, দেন এক রান।

এমন দুর্দান্ত বোলিং করে জ্যামিসন ছুঁয়ে ফেলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে। ২০১২ সালে বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট নেন মালিঙ্গাও। এই দুজনের উপরে আছেন সাকিব ও সুপিয়াহ।

২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনবাগো অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নেন সাকিব। আর ২০১১ সালে ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে সমারসেটের হয়ে গ্লামরগনের বিপক্ষে ৫ রানে ৬ উইকেট নেন ইংল্যান্ডের সুপিয়াহ।

নিউজিল্যান্ডের হয়ে এর আগে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন ইশ সোধি। ২০১৭ সালে বিগ ব্যাশে অ্যাডিলেডের হয়ে ১১ রানে ৬ উইকেট নেন তিনি। তাকেই ছাড়িয়ে গেলেন ২৪ বছর বয়সি জ্যামিসন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।