ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সন্তানের টানে দেশে ফিরলেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
সন্তানের টানে দেশে ফিরলেন রোহিত রোহিত শর্মা-ছবি: সংগৃহীত

সন্তানের টানে সুদূর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা। ফলে নতুন বছরে সিডনিতে অনুষ্ঠেয় সিরিজের চতুর্থ টেস্টে খেলতে পারছেন না তিনি। রোববার (৩০ ডিসেম্বর) কন্যা সন্তানের জন্ম দেন রোহিতের স্ত্রী। সেই দিনই তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন।

ওয়ানডে সিরিজে অংশ নিতে ৮ জানুয়ারি অস্ট্রেলিয়া ফিরবেন রোহিত। ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট।

রোহিতের পরিবর্তে টেস্টের জন্য কোনো নাম ঘোষণা করেনি ভারতীয় নির্বাচকরা। তবে এর আগে তিনি এই সিরিজেই ইনজুরির কারণে পার্থে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। কিন্ত মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ৬৩ রানে অপরাজিত ছিলেন।

এদিকে রোহিত ফিরে যাওয়ায় শেষ টেস্টে দলে ফেরার সুযোগ থাকছে গত টেস্টেই বাদ পড়া দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুলের। অথবা নেওয়া হতে পারে পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।