ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন রোহিত-অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ইনজুরিতে দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন রোহিত-অশ্বিন ইনজুরিতে দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন রোহিত-অশ্বিন (বামে)-ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তারা যথাক্রমে কাঁধ ও সাইডস্ট্রেইনের চোটে ভুগছেন।

অ্যাডিলেডে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময়ে কাঁধের নিচের দিকে চোট পান ব্যাটসম্যান রোহিত। তিনি দুই ইনিংসে ৩৭ ও ১ রান করেন।

তবে অশ্বিনের চোটে পড়ারা বেশ দুঃসংবাদই বলতে হবে। কেননা দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার বল করেন তিনি। ভারত জয় পায় ৩১ রানে।

নিউ পার্থ স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরই লক্ষ্যে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হুনুমা বিহারি, ঋশভ প্যান্ত, রবিন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।