ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাখতুনসকে হারিয়ে টি-১০ চ্যাম্পিয়ন ওয়ারিয়র্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
পাখতুনসকে হারিয়ে টি-১০ চ্যাম্পিয়ন ওয়ারিয়র্স পাখতুনসকে হারিয়ে টি-১০ চ্যাম্পিয়ন ওয়ারিয়র্স-ছবি: সংগৃহীত

পাখতুনসকে হারিয়ে ২০১৮ আসরের টি-টেন চ্যাম্পিয়ন হলো নর্দান ওয়ারিয়র্স। ফাইনালের মঞ্চে ২২ রানে জয় পায় ড্যারেন স্যামির নেতৃত্বে ওয়ারিয়র্স।

প্রথমে ব্যাট করে নর্দান নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি পাখতুনস।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে নর্দানের হয়ে ঝড়ো ব্যাট করেন রোভম্যান পাওয়েল। মাত্র ২৫ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন এই ক্যারিবিয়ান। এছাড়া ১২ বলে ৩৮ রান করেন আন্দ্রে রাসেল।

১৪১ রানের লক্ষ্যে জবাবে ব্যাট করতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাখতুনস। সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার আন্দ্রে ফ্লেচার।

নর্দানের হয়ে ক্রিস গ্রিন ও হারদাস ভিলজোয়েন দুটি করে উইকেট পান।

ম্যাচ সেরা হন পাওয়েল। আর টুর্নামেন্টে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ভিলজোয়েন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।