ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের পর মিরাজের আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
সাকিবের পর মিরাজের আঘাত উইন্ডিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন মিরাজ-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

৫০৮ রানের বিশাল সংগ্রহ নিয়ে বোলিং করতে নেমে উইন্ডিজের ব্যাটিং অর্ডারে ত্রাস সৃষ্টি করেছেন বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। শুরুতেই উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে বোল্ড করেন সাকিব। এরপর ষষ্ঠ ওভারে বোলিং করতে এসে আরেক ওপেনার কাইরন পাওয়েলকে (৪) বোল্ড করে বিদায় করেন মিরাজ। মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকছে উইন্ডিজ।

এর আগে ওপেনিংয়ে বোলিং করতে এসেই উইন্ডিজ ইনিংসে আঘাত হানলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের শেষ বলে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট (০)।

কোনো রান সংগ্রহ করার আগেই উইকেট খুইয়ে ফেলেছে উইন্ডিজ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ’র সেঞ্চুরি আর তিন ব্যাটসম্যানের ফিফটির ইনিংসে ভর করে ৫০৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।