ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফিফটি ছুঁলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
ফিফটি ছুঁলেন মাহমুদউল্লাহ ফিফটি ছুঁয়েছেন মাহমুদউল্লাহ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফিফটি তুলে নিতে ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।। দ্বিতীয় দিন সকালে অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট হারিয়ে দলীয় তিনশ’ রান ছাড়িয়েছে বাংলাদেশ। এর মধ্যে শতরানের জুটিও গড়েছেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেঞ্চুরির পথে ছুটতে থাকা সাকিব (৮০) উইন্ডিজ পেসার কেমার রোচের বলে গালিতে থাকা শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও ক্রিজে নতুন আসা লিটন দাসকে নিয়ে এগিয়ে যাচ্ছেন রিয়াদ। বাংলাদেশের স্কোর ৩১৩/৬।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।