ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দলীয় তিনশ’ পার করে বিদায় সাকিবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
দলীয় তিনশ’ পার করে বিদায় সাকিবের সেঞ্চুরির পথে থাকা সাকিব ফিরেছেন রোচের বলে-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন সাকিব আল হাসান। এক মধ্যে রোস্টন চেজের এক ওভারেই ৩ ওভার হাঁকিয়েছেন তিনি। তার ফলও পেয়েছে দল। এই দুজনের জুটিতে শতরানের বেশী রান এসেছে। আর দ্রুতই তিনশ’ ছাড়িয়েছে বাংলাদেশের রান। তবে সেঞ্চুরির পথে ছুটতে থাকা সাকিবকে ব্যক্তিগত ৮০ রানে গালিতে থাকা শাই হোপের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন উইন্ডিজ পেসার কেমার রোচ। বাংলাদেশের স্কোর- ৩০১/৬।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।