ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছেন সাকিব-মাহমুদউল্লাহ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। অভিষিক্ত সাদমান ইসলামের ৭৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহকে আজ আরও বাড়িয়ে নিতে ব্যাটিং করছেন টাইগার টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। আগেরদিন ৫৫ রানে অপরাজিত ছিলেন সাকিব আর ৩১ রানে মাহমুদউল্লাহ। আজ এই জুটির দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭১ রান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।