ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাবা হলেন মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বাবা হলেন মুশফিক স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকুর রহিম। মুশফিকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত ছবি

বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম। মুশফিক ও জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম পুত্র সন্তান। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে পৃথিবীর আলো দেখে ‘মুশফিক জুনিয়র’।

সুখবরটি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেননি বাংলাদেশ ক্রিকেট আইকন। মুশফিকের ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা বাংলানিউজকে বলেছেন, তার নাতি দেখতে মুশফিকের মতোই হয়েছে। পরিবারের সবাই খুব খুশি। এখনো নাম ঠিক করা হয়নি।

পরিবারের সবার সঙ্গে বসে মুশফিকের ছেলের নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এরপর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।