ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ জিততে না পেরে উইকেটের দোষ শ্রীলঙ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
ম্যাচ জিততে না পেরে উইকেটের দোষ শ্রীলঙ্কার ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জেতা ম্যাচ ড্র হওয়ার পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে টেস্টের জন্য আদর্শ উইকেট নয় বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে।

ম্যাচ শেষে তাই সরাসরি বলেন, ‘দ্বিতীয় টেস্টে স্পোর্টিং উইকেট চাই। ’ চট্টগ্রামের উইকেট নিয়ে তার ভাষ্য, ‘টেস্টের জন্য এই উইকেট আদর্শ নয়।

 পঞ্চমদিনেও উইকেট একই রকম ছিল। যার ফলে ফল আসেনি। ’

দ্বিতীয় টেস্টে তাই স্পোর্টিং উইকেটই লঙ্কানদের কাম্য-জানান এই ওপেনার। তবে তার উল্টো কথাই বলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘এই উইকেট টেস্টের জন্য আদর্শ। দুই পক্ষের ব্যাটসম্যানরাই এখানে রান পেয়েছেন। যদিওবা সংগ্রাম করতে হয়েছে। ওনি কোনদিক দিয়ে আদর্শ উইকেট নয় বলেছেন, সেটি তিনিই ভালো জানেন। ’

রোববার (৪ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ড্র মেনে নেয় দু’দল। স্কোর: বাংলাদেশ ৫১৩ ও ৩০৭/৫, শ্রীলঙ্কা ৭১৩/৯ ডিক্লেয়ার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।