ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতের বোলিং তোপে ১১৮ রানে শেষ প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
ভারতের বোলিং তোপে ১১৮ রানে শেষ প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

ডি ভিলিয়ার্স-ডু প্লেসিহীন দক্ষিণ আফ্রিকাকে যেন পেয়ে বসলো ভারতের বোলাররা! সেঞ্চুরিয়নে দলের দুই সিনিয়রের অনুপস্থিতিতে ব্যাটিং ধস দেখলো স্বাগতিক শিবির। দ্বিতীয় ওয়ানডেতে চাহাল-যাদবের স্পিন ঘূর্ণিতে মাত্র ১১৮ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা।

ইনজুরির কারণে ছিটকে গেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফাফ ডু প্লেসি। আগে থেকেই নেই এবি ডি ভিলিয়ার্স।

একসঙ্গে দুই ব্যাটিং স্তম্ভের অভাবটা ভালোই টের পেল দ. আফ্রিকা। ডু প্লেসির জায়গায় প্রোটিয়াদের দ্বিতীয় কনিষ্ঠ অধিনায়ক হিসেবে মাঠে নামেন মাত্র দু’টি ওয়ানডে খেলা ২৩ বছর বয়সী আইদেন মার্করাম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন কায়া জোন্ডো।

সর্বোচ্চ ২৫ রান আসে জোন্ডো ও জেপি ডুমিনির ব্যাট থেকে। ৮ রানে বিদায় নেন দলপতি মার্করাম। দুই ওপেনার হাশিম আমলা ২৩ ও কুইন্টন ডি কক ২০ রানে সাজঘরে ফেরেন। ক্রিস মরিস করেন ১৪।  শেষ পর্যন্ত ৩২.২ ওভারে মাত্র ১১৮ রানে সবকটি উইকেটের পতন ঘটে। ঘরের মাটিতে ওয়ানডেতে এটিই সাউথ আফ্রিকার সর্বনিম্ন স্কোর।

একাই পাঁচ উইকেট শিকার করেন যুভেন্দ্র চাহাল। কুলদীপ যাদব নেন তিনটি। একটি করে দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।

ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে টেস্ট সিরিজ (২-১) হেরে যাওয়া টিম ইন্ডিয়া। ডারবানে অনুষ্ঠিত প্রথম ওডিআইতে অনায়াসেই ২৭০ রানের টার্গেট অতিক্রম করে বিরাট কোহলির দল। বৃথাই যায় ডু প্লেসির ১২০ রানের লড়াকু ইনিংস। দক্ষিণ আফ্রিকার মাটিতের প্রথম ওডিআই সেঞ্চুরির দেখা পান কোহলি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।