ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২ কোটিতে সাকিবকে কিনে নিল হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
২ কোটিতে সাকিবকে কিনে নিল হায়দ্রাবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আইপিএলের এবারের আসরে নতুন দলের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। শনিবার (২৭ জানুয়ারি) বেঙ্গালুরুতে শুরু হওয়া নিলাম অনুষ্ঠানে ২ কোটি রুপিতে সাবেক কলকাতা নাইট রাইডার্স তারকাকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

কলকাতার ঘরের ছেলে বনে যাওয়া সাকিবকে এবার ছেড়ে দেয় কেকেআর। উঠতে হয় নিলামে।

বাংলাদেশ আইকনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। প্রথমে বিড করে সানরাইজার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিশ্বসেরা অলরাউন্ডারকে পেতে ২ কোটি রুপি দর হাঁকায় হায়দ্রাবাদ। ভিত্তিমূল্যের উপরে আর কোনো বিড করেনি বিরাট কোহলির বেঙ্গালুরু। তাতেই ‘স্বল্প দামে’ হাইপ্রোফাইল সাকিবকে লুফে নেয় ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স টিম। আরও পড়ুন...আইপিএল নিলামে দল পাননি গেইল!

অন্যতম আকর্ষণ এলিট বা মারকিউ খেলোয়াড়। দুই সেটে আটজন করে মোট ১৬ জন। ইতোমধ্যেই প্রত্যেকের নিলাম সম্পন্ন হয়েছে। অবিক্রীত থেকে গেছেন ক্রিস গেইল ও জো রুট।  তবে পরবর্তীতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধ থাকলে নিলামে ফিরবেন তারা।

বেন স্টোকসকে সর্বোচ্চ দামে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইকনিক ইংলিশ অলরাউন্ডারকে পেতে সবাইকে পেছনে ফেলে ১২ কোটি ৫০ লাখ রুপি ব্যয় করেছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে দু’বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশ আসরে ফেরা ফ্র্যাঞ্চাইজিটি।

এক নজরে দেখে নিন মারকিউ ক্রিকেটাররা কে কোন দলে:

শিখর ধাওয়ান – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৫.২ কোটি রুপি

রবিচন্দ্রন অশ্বিন – কিংস ইলেভেন পাঞ্জাব – ৭.৬ কোটি

কাইরন পোলার্ড – মুম্বাই ইন্ডিয়ান্স – ৫.৪ কোটি

বেন স্টোকস – রাজস্থান রয়্যালস – ১২.৫ কোটি

ফাফ ডু প্লেসি – চেন্নাই সুপার কিংস – ১.৬ কোটি

অজিঙ্কা রাহানে – রাজস্থান রয়্যালস – ৪ কোটি

মিচেল স্টার্ক – কলকাতা নাইট রাইডার্স – ৯.৪ কোটি

হরভজন সিং – চেন্নাই সুপার কিংস – ২ কোটি

সাকিব আল হাসান – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২ কোটি

গ্লেন ম্যাক্সওয়েল – দিল্লি ডেয়ারডেভিলস – ৯ কোটি

গৌতম গম্ভীর – দিল্লি ডেয়ারডেভিলস – ২.৮ কোটি

ডোয়াইন ব্রাভো – চেন্নাই সুপার কিংস – ৬.৪ কোটি

কেন উইলিয়ামসন – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৩ কোটি

যুবরাজ সিং – কিংস ইলেভেন পাঞ্জাব – ২ কোটি

অবিক্রীত – ক্রিস গেইল ও জো রুট

দু’দিনের নিলাম পর্বের জন্য মোট ৫৭৮ জন ক্রিকেটারকে চূড়ান্ত করা হয়। রেজিস্ট্রেশনকৃত প্রাথমিক তালিকাটা ছিল ১১২২ জনের। সেখান থেকে প্রায় অর্ধেক নামই ছেঁটে ফেলেছে আয়োজকরা।

বাংলাদেশ থেকে পাঠানো আটজনের মধ্যে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। সাকিব ও সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে দুই মৌসুম কাটানো মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। আরও পড়ুন...আইপিএলে কোন দল কাকে ধরে রাখলো

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।