ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘কোনো ম্যাচ হারতে চাই না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
‘কোনো ম্যাচ হারতে চাই না’ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের চলমান আসরের ফাইনাল বাংলাদেশ নিশ্চিত করেছে গেল ১৯ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচেই। তৃতীয় ম্যাচে আগ্রাসী খেলে জিম্বাবুয়েকে ১২৫ রানে গুটিয়ে দিয়ে সেই পথকে আরও মসৃণ করেছে। সমৃদ্ধ করেছে জয়ের ভান্ডারও।

কিন্তু তারপরেও বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচটিতে টাইগাররা নির্ভার থাকছে না। বরং ম্যাচটিকে দেখছে বেশ গুরুত্ব সহকারেই।

কারণটিও শক্ত। টুর্নামেন্টের একটি ম্যাচও যে স্বাগতিকরা হারতে চাইছে না।

বুধবার (২৪ জানুয়ারি) টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একথা জানালেন টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ, ‘নির্ভার থাকার কোনো সুযোগই নেই আমি মনে করি। এরপর আমরা আর ব্রেক পাব না, কাল খেললাম, আগামীকাল খেলব, আবার ২৭ তারিখ ফাইনাল। ’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টে কোনো ম্যাচ হারতে চাই না, বড় কথা হল এটাই। কালকের ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। আলাদা একটা ওয়ানডে ম্যাচ। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্যই গুরুত্বপূর্ণ। আর ফাইনাল তো অবশ্যই ফাইনাল। এ ম্যাচটা গুরুত্বপূর্ণ। ’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ও টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে টেবিলের দুই নাম্বারে থাকা শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে ৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।