ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্রুততম হাজারি রানের ক্লাবে এনামুল বিজয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
দ্রুততম হাজারি রানের ক্লাবে এনামুল বিজয় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম ১ হাজার রানের অনন্য মাইলফলকটি ছুঁয়ে ফেললেন ওপেনার এনামুল হক বিজয়। যা তাকে দাঁড় করিয়ে দিল এক সময়ের ড্যাশিং ওপেনার শাহরিয়ার নাফিসের পাশে। গেল ১১ বছরেরও বেশি সময় রেকর্ডটি একা নিজের দখলে রেখেছিলেন নাফিস। এবার সেখানে ভাগ বসালেন প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকা এনামুল।

লাল-সবুজের জার্সিতে দ্রুততম এক হাজার রান করা ক্রিকেটার এই দুজনই। যা করতে দুজনকেই খেলতে হয়েছে ২৯টি ইনিংস।

২০০৬ সালেল ৩০ নভেম্বর বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম রেকর্ডটি করেছিলেন শাহরিয়ার নাফিস। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটিতে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।

শুক্রবার (১৯ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে নেমে আকিলা ধনাঞ্জয়কে বাউন্ডারি হাঁকিয়ে হাজারি ক্লাবে প্রবেশ করেন বিজয়। তবে নিজের ইনিংসটি খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি। ব্যক্তিগত ৩৫ রানে পেরেরার বলে ফিরেছেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে।

নাফিস-বিজয়ের পরে ৩৪ ইনিংসে এক হাজার রান ছুঁয়ে বাংলাদশের দ্বিতীয় দ্রুততম তালিকায় যৌথভাবে আছেন নাসির হোসেন ও ইমরুল কায়েস।

বিশ্ব ক্রিকেটে দ্রুততম হাজার রানের বিশ্ব রেকর্ডটি যৌথভবে পাঁচ জনের। ২১ ইনিংসে ১৯৮০ সালে প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ডটি গড়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস। পরে সেই রেকর্ডটি ছুঁয়েছেন দুই ইংলিশম্যান কেভিন পিটারসেন ও জোনাথন ট্রট। এ তালিকায় নাম লেখানো অন্য দু’জন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও পাকিস্তানের বাবর আজম।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।