ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোল্টের বিধ্বংসী বোলিংয়ে সিরিজ হারলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
বোল্টের বিধ্বংসী বোলিংয়ে সিরিজ হারলো পাকিস্তান ছবি:সংগৃহীত

ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত হলো পাকিস্তান। বাঁহাতি এ ফাস্ট বোলারের তোপে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় সফরকারী দলটি। পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজের তৃতীয়টিতে ১৮৩ রানের বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে কিউইরা ২৫৭ রান করে। জবাবে বোল্টের পাঁচ উইকেটে কোনো প্রতিরোধই করতে পারেনি পাকিস্তান।

ডুনেডিনে ২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। এক পর্যায়ের ১৬ রানে ছয় উইকেট পড়ে যায়। ভয়ঙ্কর বোল্ট উইকেট নেওয়ার নেশায় মেতে ওঠেন। দলের শেষ দুই ব্যাটসম্যান মোহাম্মদ আমির (১৪) ও রুম্মান রাইস (১৬) সর্বোচ্চ রানের ইনিংস খেলেন।

বোল্ট ৭.২ ওভারে ১৭ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। কলিন মুনরো ও লোকি ফার্গুসন দুটি করে উইকেট নেন।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলরের হাফসেঞ্চুরিতে সম্মানজনক স্কোর গড়ে স্বাগতিকরা। দলীয় সর্বোচ্চ ৭৩ করেন উইলিয়ামসন। অভিজ্ঞ টেইলরের ব্যাট থেকে আসে ৫২ রান।  

পাকিস্তান বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন রাইস ও হাসান আলী। স্পিনার শাদাব খান দুটি উইকেট তুলে নেন।

আগামী মঙ্গলবার হ্যামিল্টনে সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।