ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিরা পোশাকের খরচও পাচ্ছে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
কোহলিরা পোশাকের খরচও পাচ্ছে না ছবি:সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড বনাম লোধা কমিশন লড়াই চলছেই। এতে করে স্বাছন্দে কোনো কাজই করতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। তাদের প্রতিটি পদক্ষেপেই লোধা কমিশনকে জবাব দিতে হচ্ছে। আর এ প্রভাব পড়েছে খেলোয়াড়দের নিত্যদিনের চলাফেরায়।

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ড বনাম লোধা কমিশন লড়াই চলছেই। এতে করে স্বাছন্দে কোনো কাজই করতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।

তাদের প্রতিটি পদক্ষেপেই লোধা কমিশনকে জবাব দিতে হচ্ছে। আর এ প্রভাব পড়েছে খেলোয়াড়দের নিত্যদিনের চলাফেরায়।

সম্প্রতি ক্রিকেটারদের জন্য নতুন পোশাক পর্যন্ত আনাতে পারছে না বোর্ড? বিসিসিআই এর সিইও রাহুল জোহরি ভারতীয় দলের সদস্যদের জন্য নতুন স্যুট কেনার প্রস্তাব রেখেছিলেন বোর্ডের কাছে। কিন্তু বোর্ড সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। বোর্ডের অনেক সদস্যের মতে এটা অপচয় ছাড়া আর কিছু না।

ভারতীয় দলের সদস্যদের জন্য ৫০টি নতুন স্যুট কেনার প্রস্তাব দিয়েছিলেন রাহুল। ইতালিতে বানানো এই স্যুটের প্রত্যেকটির জন্য খরচ হতো ভারতীয় মুদ্রায় প্রায় ২.৫ লক্ষ রুপি। নভেম্বরের ১৯ তারিখে তিনি একটি ইমেল এর মাধ্যমে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর, অজয় শিরকেসহ বোর্ডের সমস্ত উচ্চপদস্থ কর্তাদের কাছে তার প্রস্তাবটি পাঠান।

সেখানে তিনি লেখেন, ‘ভারতীয় দলের সদস্যদের এই মুহূর্তে একটি করে স্যুটের খুব দরকার। আমরা ৫০ সেট অর্ডার দিতে ইচ্ছুক, যার এক একটির খরচ পড়বে প্রায় ২.৫ লক্ষ রুপি। সকলের অনুমতির অপেক্ষায় রয়েছি। ’

তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যতদিন না লোধা কমিটির সুপারিশ বোর্ড মেনে নিচ্ছে, ততদিন কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত তারা নিতে পারবে না। রাহুলের চিঠির পরিপ্রেক্ষিতে এই কথাই জানিয়ে দেন বিসিসিআই এর কৌসুলি অভিনব মুখার্জি। তবে বোর্ডের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় লোধা কমিটিকেও। কিন্তু সেখানেও কোনো আশার আলো দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।