ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় অপরিবর্তীত পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
অস্ট্রেলিয়ায় অপরিবর্তীত পাকিস্তান দল ছবি:সংগৃহীত

আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে দল অপরিবর্তীত রেখেছে পাকিস্তান। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ঢোকা শারজিল খান ও মোহাম্মদ রিজওয়ান নিজেদের অবস্থান ধরে রেখেছেন।

ঢাকা: আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে দল অপরিবর্তীত রেখেছে পাকিস্তান। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ঢোকা শারজিল খান ও মোহাম্মদ রিজওয়ান নিজেদের অবস্থান ধরে রেখেছেন।

কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিয়মিত অধিনায়ক মিসবাহ উল হক নিষেধাজ্ঞায় পড়ায় দলে সুযোগ পান রিজওয়ান। তবে প্রথম ইনিংসে প্রথম বলেই শূন্য রানে আউট হন তিনি। আর এ সিরিজে ম্যাচে নামার সুযোগ পাননি শারজিল খান।

এদিকে পাকিস্তানের ঘরোয়া লিগ কয়েদ-ই-আজম ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কামরান আকমল। বিবেচনায় ছিলেন ওপেনার মোহাম্মদ হাফিজও। তবে নির্বাচক প্যানেলের প্রধান ইনজামা-উল-হক দলের তরুণদের ওপরই আস্থা রাখছেন।

নিউজিল্যান্ড সিরিজে সফরকারীরা তিন পেসার ও একমাত্র স্পিনার ইয়াসির শাহকে খেলিয়েছে। তবে অজিদের মাটিতে স্পিন বান্ধব না। তাই ব্যাকআপ স্পিনার হিসেবে রিজওয়ানকে ভরসা করছে তারা।

অজিদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের একটি ম্যাচ থাকছে দিবা-রাত্রির। ১৫ ডিসেম্বর ব্রিসবেনে হবে ম্যাচটি।

পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আজহার আলী, সামি আসলাম, শারজিল খান, ইউনিস খান, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ , রাহাত আলী, সোহেল খান, ইমরান খান

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।