ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘অনেকে মনে করেন আমি ছয় মারতে পারি না’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
‘অনেকে মনে করেন আমি ছয় মারতে পারি না’ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বোলার’ হিসেবেই মেহেদি হাসান মিরাজকে চিনে আসছিলেন সবাই। রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৩ বলে ৪১ রানের ইনিংস খেলে দেখালেন ব্যাটিংয়েও কতটা পারদর্শী তিনি।

মিরপুর থেকে: ‘বোলার’ হিসেবেই মেহেদি হাসান মিরাজকে চিনে আসছিলেন সবাই। রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৩ বলে ৪১ রানের ইনিংস খেলে দেখালেন ব্যাটিংয়েও কতটা পারদর্শী তিনি।

তিনটি চারের সঙ্গে পেসার রুবেল হোসেনের বলে দর্শনীয় এক ছক্কা হাঁকান এ ডানহাতি ব্যাটসম্যান।  

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রসিকতা করেই মিরাজ বললেন, ‘ছক্কাটা দারুণ ছিল। আত্মবিশ্বাসী ছিলাম। অনেকে মনে করেন আমি ছয় মারতে পারি না (হাসি)। চেষ্টা করি। কিন্তু আমি সবসময় পছন্দ করি স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল খেলতে। ওয়ান-টু, ওয়ান-টু এভাবে খেলতে। বিগ হিট পরে। যখন সেট হয়ে যাই তখন সুযোগ নেই মারার। ’

রংপুর রাইডার্সের বিপক্ষে দলের বিপর্যয়ে আট নম্বরে নেমে ইনিংসের হাল ধরেন মিরাজ। ফরহাদ রেজার সঙ্গে অষ্টম উইকেটে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। ৪৩ রানে সাত উইকেটে হারানো রাজশাহীর ২০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান। ফরহাদ রেজা ৩২ বলে ৪৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন।

শুরুতে মিরাজ একটু ধীরে ব্যাট চালালেও শেষ দিকে চড়াও হন বোলারদের উপর। শেষ তিন ওভার থেকে এ দুই ব্যাটসম্যান যোগ করেন ৩৮ রান।

মিরাজ জানান, ফরহাদ রেজার সঙ্গে নাকি পরিকল্পনাই করেছিলেন ওভাবেই ব্যাট করার, ‘সাতটা উইকেট পড়ে গেছে, ওভার বাকি ১১টা। আমাদের টার্গেট ছিল যা খেলবো আমরাই খেলবো। ফরহাদ ভাই বলছিলো আমরা সিঙ্গেলের উপর খেলবো। একটা পজিশনে নিয়ে যাব ও শেষ চার ওভারে হিট করবো। চার ওভারে ৪৫ এর মতো তুলেছি। আমাদের প্ল্যানটা খুব ভালো ছিল। ’

১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। দুই ওভারে ১২ রান দিয়ে দুই উইকেট নেন মিরাজ। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন মিরাজই।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।