ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত শাহজাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত শাহজাদের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আউট হয়ে সাজঘরে ফেরার পথে রংপুর রাইডার্সের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ব্যাট দিয়ে আঘাত করেছেন রাজশাহী কিংসের ‘আইকন’ ক্রিকেটার সাব্বির রহমানকে। হাতের কনুইয়ে চোট পেয়ে সাব্বির সঙ্গে সঙ্গেই মাটিতে বসে পড়েন।

মিরপুর থেকে: আউট হয়ে সাজঘরে ফেরার পথে রংপুর রাইডার্সের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ব্যাট দিয়ে আঘাত করেছেন রাজশাহী কিংসের ‘আইকন’ ক্রিকেটার সাব্বির রহমানকে। হাতের কনুইয়ে চোট পেয়ে সাব্বির সঙ্গে সঙ্গেই মাটিতে বসে পড়েন।

শাহজাদের উইকেট পতনে উল্লাস করছিলেন দলের বাকি ক্রিকেটাররা। পরে বুঝতে পেরে আম্পায়ারের কাছে ছুটে গিয়ে প্রতিবাদ জানায় রাজশাহীর ক্রিকেটাররা। ততক্ষণে রংপুরের ড্রেসিংরুমের সামনে পৌঁছে যান শাহজাদ।

১২৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা রংপুরের দ্বিতীয় উইকেট পড়ে দলীয় ২৫ রানে। মোহাম্মদ সামির বলে ড্যারেন সামির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার পথে এ ঘটনা ঘটে।

ম্যাচের শুরুতে সাব্বির রহমান ও মোহাম্মদ শাহজাদের মাঝে একবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ব্যাটসম্যান সাব্বির রহমান তখন উইকেটে। কথা কাটাকাটির এক পর্যায়ে উইকেটরক্ষক শাহজাদ সাব্বিরের বুকে ধাক্কা মারেন। সাব্বির ব্যাট উঁচিয়ে শাহজাদকে ভয় দেখান।

আম্পায়ার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্তু ওখানেই থামেনি ঘটনা। শেষ পর্যন্ত আউট হয়ে ব্যাট দিয়ে সাব্বিরকে আঘাত করে তবেই ফেরেন শাহজাদ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।