ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রমাণ দিলেন ‘ব্যাটসম্যান’ মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
প্রমাণ দিলেন ‘ব্যাটসম্যান’ মিরাজ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বোলার হিসেবেই মেহেদি হাসান মিরাজ খেলে আসছিলেন এতদিন। টিম কম্বিনেশনের কারণে বাংলাদেশের টেস্ট দলে দশ নম্বরে ব্যাট করেছেন। রাজশাহী কিংসের হয়ে প্রথমবার বিপিএল খেলতে নেমেও তার ব্যাটিং অর্ডার উপরে আসছিল না।

মিরপুর থেকে: বোলার হিসেবেই মেহেদি হাসান মিরাজ খেলে আসছিলেন এতদিন। টিম কম্বিনেশনের কারণে বাংলাদেশের টেস্ট দলে দশ নম্বরে ব্যাট করেছেন।

রাজশাহী কিংসের হয়ে প্রথমবার বিপিএল খেলতে নেমেও তার ব্যাটিং অর্ডার উপরে আসছিল না। দশ-নয় পেরিয়ে আজ আটে নেমে ‘ব্যাটসম্যান’ হিসেবে তুলে ধরলেন ১৯ বছরের এ তরুণ।  

রংপুর রাইডার্সের বিপক্ষে দলের বিপর্যয়ে আট নম্বরে নেমে ইনিংসের হাল ধরলেন মিরাজ। ফরহাদ রেজার সঙ্গে অষ্টম উইকেটে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। এটিই বিপিএলের অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ৪৩ রানে সাত উইকেটে হারানো রাজশাহী ২০ ওভারে তুলেছে ১২৮ রান। উইকেট বিবেচনায় লড়াকু সংগ্রহ বলাই যায়।

৩৩ বলে ৪১ রান করে অপরাজিত থেকেছেন মিরাজ। তিনটি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংসটি। ফরহাদ রেজা ৩২ বলের ৪৪ রানের কার্যকরি ইনিংস খেলেন।  

শুরুতে মিরাজ একটু ধীরে ব্যাট চালালেও শেষ দিকে চড়াও হন বোলারদের উপর। শেষ তিন ওভার থেকে এ দুই ব্যাটসম্যান যোগ করেন ৩৮ রান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।