ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রংপুরকে ৭৯ রানে গুটিয়ে দিয়ে রাজশাহীর জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
রংপুরকে ৭৯ রানে গুটিয়ে দিয়ে রাজশাহীর জয় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের ৩১তম ম্যাচে জয় তুলে নিয়েছে ড্যারেন স্যামি-সাব্বির রহমানদের রাজশাহী কিংস। লো-স্কোরিং ম্যাচে ৪৯ রানে কিংসরা হারিয়েছে আফ্রিদি-সৌম্যদের রংপুর রাইডার্সকে।

মিরপুর থেকে: বিপিএলের ৩১তম ম্যাচে জয় তুলে নিয়েছে ড্যারেন স্যামি-সাব্বির রহমানদের রাজশাহী কিংস। লো-স্কোরিং ম্যাচে ৪৯ রানে কিংসরা হারিয়েছে আফ্রিদি-সৌম্যদের রংপুর রাইডার্সকে।

টস জিতে আগে ব্যাট করা রাজশাহী কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। দলীয় ৪৩ রানের মাথায় সপ্তম উইকেট হারানো রাজশাহীকে টেনে তোলেন মেহেদি হাসান মিরাজ এবং ফরহাদ রেজা। শুরু থেকেই বিপাকে পড়া রংপুরের ইনিংস থামে ১৭.৪ ওভারে। মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় দলটি।

সন্ধ্যা পৌনে ছয়টায় মুখোমুখি লড়াইয়ে নামে রংপুর রাইডার্স এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজশাহীর দলপতি ড্যারেন স্যামি। রাজশাহীর হয়ে ব্যাটিংয়ের উদ্বোধনে আসেন মুমিনুল হক এবং জুনায়েদ সিদ্দিকী। উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেন জুনায়েদ। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রুবেল হোসেন বিদায় করেন রাজশাহীর এই ওপেনারকে। উইকেটের পেছনে মোহাম্মদ শাহজাদের গ্লাভসবন্দি হওয়ার আগে জুনায়েদ করেন ২ রান।

এরপর বিদায় নেন মুমিনুল হক। জোড়া আঘাত হানেন রংপুরের স্পিনার আরাফাত সানি। ইনিংসের পঞ্চম ওভারে আরাফাত সানি নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান মুমিনুলকে (৯)। একই ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সামিত প্যাটেল (২)। দলীয় ২৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় রাজশাহী।

ইনিংসের সপ্তম ওভারে আবারো আক্রমণে আসেন সানি। এবার ফেরান আবুল হাসানকে। সানির বল তুলে মারতে গিয়ে নাসির জামসেদের তালুবন্দি হন ২ রান করা আবুল হাসান। দলীয় ৩৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় রাজশাহী।

এরপর বোলিং আক্রমণে এসে উমর আকমলকে বিদায় করেন শহীদ আফ্রিদি। ইনিংসের অষ্টম ওভারে দলীয় ৩৬ রানের মাথায় পাঁচ উইকেট হারায় রাজশাহী। আকমল বোল্ড হওয়ার আগে করেন মাত্র ১ রান। ইনিংসের নবম ওভারে বিদায় নেন রাজশাহীর দলপতি ড্যারেন স্যামি। রংপুরের নতুন অধিনায়ক লিয়াম ডসন বোল্ড করেন ৫ রান করা স্যামিকে। দলীয় ৪১ রানের মাথায় ছয় ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

রাজশাহীকে স্বপ্ন দেখানো সাব্বিরের বিদায় হয় ইনিংসের দশম ওভারে। আফ্রিদি বিদায় করেন সাব্বিরকে। নিজের বলে নিজেই ক্যাচ নেন পাকিস্তানি আইকন। বিদায়ের আগে ২০ বলে ১৬ রার করেন সাব্বির। দলীয় ৪৩ রানের মাথায় সপ্তম উইকেট হারায় রাজশাহী।

এরপর জুটি গড়ে রাজশাহীকে লজ্জা থেকে বাঁচান মেহেদি হাসান মিরাজ এবং ফরহাদ রেজা। এই জুটি থেকে আসে অবিচ্ছিন্ন ৮৫ রান। মিরাজ ৩৩ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ৪১ রান। ফরহাদ রেজা ৩২ বলে দুটি চার আর দুটি ছক্কায় করেন অপরাজিত ৪৪ রান।

রংপুরের হয়ে তিনটি উইকেট তুলে নেন আরাফাত সানি। দুটি উইকেট দখল করেন আফ্রিদি আর একটি করে উইকেট লাভ করেন লিয়াম ডসন এবং রুবেল হোসেন।

রংপুরের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন সৌম্য সরকার এবং মোহাম্মদ শাহজাদ। ব্যাট হাতে ব্যর্থ সৌম্যকে ফেরান মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ১ রান করে বিদায় নেন সৌম্য। স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন এই ওপেনার। চতুর্থ ওভারে আরেক ওপেনার শাহজাদ বিদায় নেন। মোহাম্মদ সামির বলে ড্যারেন স্যামির হাতে ধরা পড়েন ১১ বলে দুই চারের সাহায্যে ১২ রান করা শাহজাদ।

ইনিংসের পঞ্চম ওভারে মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বিদায় নেন নাসির জামসেদ। ১ রান করা জামসেদকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান মিরাজ। ষষ্ঠ ওভারে রংপুর দলপতি লিয়াম ডসনকে (২) এলবির ফাঁদে ফেলেন নাজমুল অপু। দলীয় ২৯ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় রংপুর। আফ্রিদি ফেরেন ইনিংসের নবম ওভারে। অপুর বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ৭ রান। দলীয় ৪৬ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় রংপুর।

ব্যাটসম্যানদের যাওয়া-আসার মধ্যে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন মোহাম্মদ মিঠুন। সামিত প্যাটেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ২১ বলে ২০ রান করা মিঠুন। ৫০ রানের মাথায় টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানকে হারায় রংপুর। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন জিয়াউর রহমান। ইনিংসের ১৩তম ওভারে নাজমুল ইসলামের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ৫ রান করা জিয়া।

ইনিংসের ১৬তম ওভারে বিদায় নেন সোহাগ গাজী। আবুল হাসানের বলে তুলে মারতে গিয়ে আকমলের গ্লাভসে ধরা পড়েন তিনি। দলীয় ৬৬ রানের মাথায় অষ্টম উইকেট হারায় রংপুর। এক ওভার বিরতির পর আবারো আবুল হাসানের আঘাতে রংপুর নবম উইকেট হারায়। ৯ রান করে বোল্ড হন আরাফাত সানি। একই ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন মুকতার আলি। ৭৯ রানেই গুটিয়ে যায় রংপুর।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।