ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘ভাগ্যবান’ হতেই পারেন কাপালি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
‘ভাগ্যবান’ হতেই পারেন কাপালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিপিএলে খুলনার জয়রথ যেভাবে ছুটছে তাতে শিরোপা তাদের হাতে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। এক মৌসুম পর বিপিএলে ফেরা দলটি এগিয়ে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে। অধিনায়ক নিজেই ব্যাট-বলে আছেন দুর্দান্ত ফর্মে। বাকি ক্রিকেটাররাও ছন্দ ফিরে পেয়েছেন। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা।

মিরপুর থেকে: বিপিএলে খুলনার জয়রথ যেভাবে ছুটছে তাতে শিরোপা তাদের হাতে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। এক মৌসুম পর বিপিএলে ফেরা দলটি এগিয়ে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে।

অধিনায়ক নিজেই ব্যাট-বলে আছেন দুর্দান্ত ফর্মে। বাকি ক্রিকেটাররাও ছন্দ ফিরে পেয়েছেন। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা।

খুলনা চ্যাম্পিয়ন হলে সবচেয়ে ভাগ্যবান হবেন ৩২ বছর বয়সী অলক কাপালি। কেননা, গত আসরে নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েই পড়েছিলেন চ্যাম্পিয়নশিপের মুকুট। ফাইনালে বরিশাল বুলসের বিপক্ষে ২৮ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে শিরোপা এনে দিয়েছিলেন কাপালি।
 
এবার অলক কাপালি খেলছেন নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্সে। খুলনা চ্যাম্পিয়ন হলে পর পর দুই আসরে শিরোপা জয়ের স্বাদ পাবেন অলক কাপালি। এমনটা হলে নিজেকে ভাগ্যবান ভাববেন বলে জানালেন তিনি, ‘দুইবারই কিন্তু নতুন টিমে খেলেছি। গতবার কুমিল্লা নতুন টিম এবার খুলনা নতুন টিম। যদি ফাইনালে যেতে পারি আমার জন্য খুব ভালো হবে। আমি ভাগ্যবান হতে পারি। আমাদের লক্ষ্য তো ফাইনাল খেলা। ওইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখন দ্বিতীয় অবস্থানে আছি। যদি কালকের ম্যাচটা জিততে পারি। আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। ’

গত আসরে কুমিল্লার জার্সি গায়ে ১০ ম্যাচ খেলেছেন। খুলনার হয়ে চলতি আসরে পেয়েছেন পাঁচটি ম্যাচ। এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সামনের ম্যাচগুলোতে সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে খেলবেন বলে জানালেন এ অলরাউন্ডার, ‘শুরুর দিকে খারাপ করেছি তা কিন্তু না। শুরুর দিকে আমি সুযোগ পাইনি ওইভাবে। আসলে  টিম কম্বিনেশনের কারণে খেলতে পারছি না। যখনই সুযোগ পাব টিমকে শতভাগ দেওয়ার চেষ্টা করবো এবং এটাই আমার মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।