ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলের জয় যেন অধরাই হয়ে গিয়েছিল। একের পর এক হারে সমালোচনায় বিদ্ধ হচ্ছিল দলটি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেডে সাত উইকেটের জয়ে স্বস্তি পেল স্বাগতিকরা। এ জয়ের ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরে শেষ করলো অজিরা।

ঢাকা: অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলের জয় যেন অধরাই হয়ে গিয়েছিল। একের পর এক হারে সমালোচনায় বিদ্ধ হচ্ছিল দলটি।

অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেডে সাত উইকেটের জয়ে স্বস্তি পেল স্বাগতিকরা। এ জয়ের ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরে শেষ করলো অজিরা।

সংক্ষিপ্ত স্কোর:
দ.আফ্রিকা-২৫৯/৯ ডিক্লে. ও ২৫০
অস্ট্রেলিয়া-৩৮৩ ও ১২৭/৩ (৪০.৫ ওভার)

দিবা-রাত্রির এই টেস্টের চতুর্থ দিন অজিদের সামনে মাত্র ১২৭ রানে লক্ষ্য দাঁড় করায় প্রোটিয়ারা। যা দুই উইকেট হারিয়ে সহজেই উতরে যায় স্টিভেন স্মিথ বাহিনী। দলের জয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ওপেনার ম্যাট রেনশ (৩৪) ও পিটার হ্যান্ডসকম্ব (১)। সর্বোচ্চ ৪৭ রান করেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। অধিনায়ক স্মিথের ব্যাট থেকে আসে ৪০ রান।

এর আগে তৃতীয় দিনে ধুঁকতে থাকা দ. আফ্রিকাকে চতুর্থ দিনে শেষ পর্যন্ত ২৫০ রান করতে সাহায্য করেন ওপেনার স্টেফেন কুক। এদিন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ১০৪ রান করে আউট হন।

অজি বোলারদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান মিচেল স্টার্ক। তিনটি উইকেট দখল করেন নাথান লিওন।

অস্ট্রেলিয়া এর আগে টানা পাঁচ টেস্ট হেরেছিল। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্ট হেরে সিরিজ খোয়ায়। তবে এই টেস্ট জিতে ঘরের মাঠে তিন বা তার বেশি ম্যাচের সিরিজে হার এড়াল অজিরা।

বাংলাদেশ: ১৪১৬ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।