ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ডিসেম্বরে পাক-ভারত ক্রিকেট আলোচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ডিসেম্বরে পাক-ভারত ক্রিকেট আলোচনা

অবশেষে কি ভারত-পাকিস্তান ক্রিকেট জট খুলতে চলেছে? সময়ই তা বলে দেবে। চলতি বছরের ডিসেম্বরে আলোচনা হতে পারে দুটি ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে। তবে, এখন পর্যন্ত এ ব্যাপারে অফিসিয়ালি কোনো বক্তব্য আসেনি।

ঢাকা: অবশেষে কি ভারত-পাকিস্তান ক্রিকেট জট খুলতে চলেছে? সময়ই তা বলে দেবে। চলতি বছরের ডিসেম্বরে আলোচনা হতে পারে দুটি ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে।

তবে, এখন পর্যন্ত এ ব্যাপারে অফিসিয়ালি কোনো বক্তব্য আসেনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তার মতে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথাবার্তার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বলা হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর কলম্বোয় এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একটা আলোচনার সম্ভাবনা আছে।  

সংশ্লিষ্ট পাক কর্তার দাবি ধরলে, সাম্প্রতিক সময়ে আইসিসির এক্সিকিউটিভ বোর্ড বৈঠকে পাক কর্তা নাজাম শেঠির সঙ্গে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ভারত-পাক সিরিজ নিয়ে একটি আলোচনা হয়।  

সেখানে নাকি অনুরাগ বলেছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দ্বিপাক্ষিক সিরিজের কোনো জায়গা নেই। কিন্তু দুইয়ের বেশি দেশ নিয়ে কোনও নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট হলে, ভারত খেলতে পারে পাকিস্তানের সঙ্গে। ভারতীয় বোর্ড প্রেসিডেন্টকে নাকি তখন মনে করিয়ে দেওয়া হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে খেলতে চাইছে না ভারত।  

তা হলে নিরপেক্ষ ভেন্যুতে কোনো টুর্নামেন্টে কী ভাবে খেলা সম্ভব? যা খবর, তাতে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাইছে পাক বোর্ড। দেখতে চাইছে, মুখোমুখি বৈঠকে ভারত-পাক সিরিজ নিয়ে জট ছাড়ানো যায় কি না। কিছু না হলে তখন ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আইনি রাস্তায় যাওয়ার কথা ভাববে পাক বোর্ড।

পাকিস্তা-ভারত সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলেছিল। এরপর দু’দলের মধ্যে আর কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০১২ সালে অবশ্য ভারতের মাটিতে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল তারা। আরও বিভিন্ন টুর্নামেন্টে তাদের মুখোমুখি হতে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।