ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীর বোলারদের প্রশংসায় খুলনার অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
রাজশাহীর বোলারদের প্রশংসায় খুলনার অধিনায়ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইটানস নিজেদের নবম ম্যাচে ৯ রানে হেরেছে রাজশাহী কিংসের কাছে। তবে হারের পরও টেবিলের শীর্ষেই থাকছে টাইটানসরা।

মিরপুর থেকে: পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইটানস নিজেদের নবম ম্যাচে ৯ রানে হেরেছে রাজশাহী কিংসের কাছে। তবে হারের পরও টেবিলের শীর্ষেই থাকছে টাইটানসরা।



ম্যাচ শেষে প্রতিপক্ষদলের বোলারদের প্রশংসা করেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, উইকেট খুব ভালো ছিলো। তারা খুব ভালো বোলিং করেছে। বোলিং করেছে পরিকল্পনা অনুযায়ী। ইয়র্কারগুলো খুব ভালো জায়গায় পড়ছিলো।

রাজশাহীর বিপক্ষে হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে খুলনা টাইটানস। সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে দলটির। সবগুলো ম্যাচেই জয়ের আশা রাখছেন মাহমুদউল্লাহ, সামনের সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। সবগুলো দলই ভারসাম্যপূর্ণ। তিনটি ম্যাচ আছে। সবগুলো ম্যাচ জিততে পারলে আমরা এগিয়ে থাকবো। জেতার আশা করছি।

এর আগে ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা খুলনা তিন উইকেট হারিয়ে ১৩.২ ওভারে দলীয় শতক পূর্ণ করে। মাহমুদউল্লাহ রিয়াদ ও নিকোলাস পুরান উইকেটে থিতু হয়ে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন খুলনাকে। শেষ ৪০ বলে তাদের দরকার পড়ে ৫৫ রান।

দলীয় ১০১ রানে অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ব্রেক থ্রু এনে দিলে ম্যাচে ফেরে রাজশাহী। মিরাজের বলে স্যামির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পুরান (২৮)।

আর ৬ রান যোগ হতে মাহমুদউল্লাহ রিয়াদ (৩৩) আবুল হাসান রাজুর বলে বোল্ড হলে রানের চাকা থেমে যায় খুলনার। ডেথ ওভারে মোহাম্মদ সামি ও ফরহাদ রেজা দুর্দান্ত বোলিং করলে ১৪৫ রানে থেমে যায় খুলনার ইনিংস।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।