ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমের সঙ্গে ওপেন করতে মুখিয়ে গেইল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
তামিমের সঙ্গে ওপেন করতে মুখিয়ে গেইল ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই বিস্ফোরক ব্যাটসম্যান জুটি বেধে আগামীকাল নামবেন চিটাগং ভাইকিংসের হয়ে। প্রতিপক্ষ রংপুর রাইডার্স। চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ইনিংসের সূচনা করতে মুখিয়ে আছেন ক্রিস গেইল।

মিরপুর থেকে: দুই বিস্ফোরক ব্যাটসম্যান জুটি বেধে আগামীকাল নামবেন চিটাগং ভাইকিংসের হয়ে। প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ইনিংসের সূচনা করতে মুখিয়ে আছেন ক্রিস গেইল।

তামিমের সঙ্গে ওপেনিং করতে পারাকে সুযোগ হিসেবে দেখছেন ব্যাটি দানব গেইল, ‘তামিমের সঙ্গে ইনিংস ওপেন করার সুযোগ আসছে, সেটির জন্যও আমি মুখিয়ে আছি। সেও ভালো ফর্মে আছে। আশা করি প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট গুলো দ্রুত করে আপন চেহারায় ফিরতে পারবো। ’

পাঁচ ম্যাচের চুক্তিতে চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে জ্যামাইকা থেকে গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছান গেইল। আজ মিরপুর একাডেমি মাঠে করেন ব্যাটিং অনুশীলন। ক্যাচিং অনুশীলনও করেছেন কিছুক্ষণ। তার ফাঁকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন টি-টোয়েন্টির এ ফেরিওয়ালা, ‘কেবল অনুশীলন করে আসলাম, যেটি ছিল দারুণ। তামিম কন্ডিশন খুব ভালো জানে। আমি চাইলে একটু সময় নিতে পারি, দেখতে পারি তামিম কিভাবে খেলছে। সে খেলার মধ্যেই আছে, জানে কিভাবে খেলতে হবে। আমি তাকে দেখে দ্রুত ধারণা নিতে পারি। সে অনেক অভিজ্ঞ। ’

‘আমিও চেষ্টা করবো যতটা সম্ভব আক্রমণাত্মক থাকতে। চেষ্টা করবো দলকে বিস্ফোরক শুরু এনে দিতে। গত রাতে খেলা দেখছিলাম। উইকেট মনে হচ্ছিলো একটু কঠিন। তবে উইকেট নিয়ে আমার ভাবনা এখন সামান্যই। যা হয় হবে। আমি শুধু নিজের খেলাটাই খেলতে চাই। ’-যোগ করেন গেইল।

বিপিএলের গত তিনটি আসরই মাতিয়েছেন ক্রিস গেইল। এবার ঢাকায় আসার আগে টিভিতে বিপিএল দেখে ভালো ধারণা নিয়েছেন বলে জানান, ‘আমি টিভি ও ইন্টারনেটে চোখ রেখেছি। তাই দলের সঙ্গে না থাকা মানেই দূরে ছিলাম না। আমি নিয়মিত অনুসরণ করছিলাম। প্রথম ম্যাচ আমরা জিতেছি, এরপর সম্ভবত টানা তিন-চারটি হেরেছি। এরপর আবার ঘুরে দাঁড়ানো। আর নতুন দলে যোগ দেওয়া আমার জন্য নতুন কিছু নয়। আমি এতে অভ্যস্তই। ’ 

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।