ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বোলাররা কাজটা সহজ করেছে: ‍শুভাগত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বোলাররা কাজটা সহজ করেছে: ‍শুভাগত ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে ঢাকা পর্বের প্রথম দিন দু’টি ম্যাচই হয়েছে একপেশে। রাতের ম্যাচটি ছাপিয়ে গেছে দুপুরের ম্যাচকে।

মিরপুর থেকে: বিপিএলে ঢাকা পর্বের প্রথম দিন দু’টি ম্যাচই হয়েছে একপেশে। রাতের ম্যাচটি ছাপিয়ে গেছে দুপুরের ম্যাচকে।

বরিশাল বুলস’কে ছয় উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে খুলনা টাইটানস। মুখোমুখি দেখায় প্রথম ম্যাচটিও নিজেদের করেছিলো খুলনা।

আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট এখন খুলনার। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রংপুর রাইডার্স।

রাজধানীর মিরপুরের শেরে-বাংলা স্টেডিয়ামে বরিশালের দেওয়া ১২০ রানের সহজ টার্গেট ১৮.৪ ওভারে চার উইকেট হারিয়ে অতিক্রম করে খুলনা। ব্যাট হাতে ৩৪ বলে ৪০ রানের ইনিংস খেলে এ জয়ে ভূমিকা রাখেন শুভাগত হোম চৌধুরী।

জয় থেকে ১৬ রান দূরে থাকতে রুম্মান রাইসের বলে শুভাগত বোল্ড হলেও ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সর্বোচ্চ রান করে ম্যাচ সেরা হয়েছেন শুভাগতই।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শুভাগত বলেন, ‘বোলাররা কাজটা সহজ করেছে। তারা অল্প রানে আটকে রেখেছে বরিশালকে। উইকেটে ব্যাট করা একটু কঠিন ছিলো। বল কিছু ধীর ও নিচু হয়ে আসছিলো। রিয়াদ ভাই বলেছিল যেন উইকেট বাঁচিয়ে বল টু বল খেলি। ’ 

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বরিশালকে শুরু থেকেই বেঁধে রাখে খুলনার বোলাররা। পাওয়ার প্লে’র ৬ ওভারে মাত্র ৩৪ রান তুলতে দুই উইকেট হারায় মুশফিকুর রহিমের দল। বড় শট খেলতে না পারায় ২০ ওভারে ১১৯ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৩১ রান করেন মুশফিকুর রহিম।

শাহরিয়ার নাফিস ২৩ ও এনামুল হকের ব্যাট থেকে আসে ২০ রান।  

চার ওভারে মাত্র ১২ রান দিয়ে একটি উইকেট নেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। এছাড়া মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম ও কেভিন কুপার নিয়েছেন একটি করে উইকেট।  

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬

এসকে/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।