ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দর্শক ঢল মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
দর্শক ঢল মিরপুরে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম পর্ব শেষে বিরতি দিয়ে ঢাকায় আবার শুরু হয়েছে বিপিএল। চতুর্থ আসরের শেষ ধাপের প্রথম দিন প্রচুর দর্শক সমাগম হয়েছে শের-ই-বাংলা স্টেডিয়ামে। 

মিরপুর থেকে: চট্টগ্রাম পর্ব শেষে বিরতি দিয়ে ঢাকায় আবার শুরু হয়েছে বিপিএল। চতুর্থ আসরের শেষ ধাপের প্রথম দিন প্রচুর দর্শক সমাগম হয়েছে শের-ই-বাংলা স্টেডিয়ামে।

 

২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের লড়াই দেখতে হাজির প্রায় ২০ হাজার দর্শক। গগন বিদারি চিৎকার ও করতালিতে দর্শকরা সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের প্রিয় দলকে।

স্টেডিয়ামের সবচেয়ে বড় অংশ পূর্ব গ্যালারি এ মুহূর্তে কানায় কানায় পূর্ণ। উত্তর ও দক্ষিণ গ্যালারিতেও ফাঁকা জায়গা নেই। পশ্চিমের গ্র্যান্ড স্ট্যান্ড ও ভিআইপি স্ট্যান্ডে তুলনামূলক দর্শক একটু কম।

রাতের ম্যাচটিকে ঘিরেও আজ দর্শকদের থাকবে আগ্রহ। সন্ধ্যায় মাহমুদউল্লাহর খুলনা টাইটানসের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের বরিশাল বুলস।

ছুটির দিনে (শুক্রবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও প্রচুর দর্শক সমাগম হয়েছিল। কিন্তু ছুটির দিন ব্যাতীত ফাঁকাই ছিল গ্যালারি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।