ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আশা ছাড়ছেন না ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আশা ছাড়ছেন না ইমরুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলে সাত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয় মাত্র একটি। সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলেও সবার তলানীতে তারা। তাই বলে আশা ছেড়ে দেয়নি কুমিল্লা। শেষের ম্যাচগুলোতে ভালো করতে পারলে শেষ চারে যাওয়ার সুযোগ সামনে আসতে পারে বলে মনে করছেন দলটির ওপেনার ইমরুল কায়েস।

মিরপুর থেকে: বিপিএলে সাত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয় মাত্র একটি। সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলেও সবার তলানীতে তারা।

তাই বলে আশা ছেড়ে দেয়নি কুমিল্লা। শেষের ম্যাচগুলোতে ভালো করতে পারলে শেষ চারে যাওয়ার সুযোগ সামনে আসতে পারে বলে মনে করছেন দলটির ওপেনার ইমরুল কায়েস।

শুক্রবার (২৫ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে ইমরুল বলেন, ‘এখন যে কয়েকটা ম্যাচ আছে সে ম্যাচগুলো জেতা আমাদের লক্ষ্য। চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলতে। আমরা ফলাফল নিয়ে আপাতত ভাবছি না, কোথায় যাব কিংবা সেমিফাইনাল খেলতে পারবো, কি পারবো না! আমাদের হাতে এখনও পাঁচটি ম্যাচ আছে। যেকোনো কিছু এ পাঁচ ম্যাচে ঘটতে পারে। যদি ভালো কিছু হয় আমরা নিচে থেকে উপরে উঠতে পারি। ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। ’ 

গত বছর ভালো দল গড়েও টুর্নামেন্টে ফ্লপ ছিল সিলেট সুপারস্টারস। গত বছরের উদাহরণ টেনে ইমরুল বলেন, প্রত্যেক বছরই বিপিএলের কোনো না কোনো দল একটা না একটা সমস্যায় পড়ে। শেষ বিপিএলে সিলেট রয়্যালসের একটা ভালো দল ছিল, ওরা ভালো ক্রিকেট খেলেও কিন্তু জিততে পারেনি। এখানে ভাগ্য লাগে। আমাদের এটা ফেবার করছে না। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে। ফল কি হবে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভালো ক্রিকেট খেলতে পারলে এটা টিমের জন্য ভালো হবে।
 
আগামীকাল (২৬ নভেম্বর) দুপুরে নিজেদের অষ্টম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে কুমিল্লা। জয়ের ধারায় ফেরার সুযোগ মাশরাফির দলের। শেষ দুই ম্যাচে হেরে যাওয়া ঢাকা ডায়নামাইটসও জয়ে পেতে মুখিয়ে থাকবে এ ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।