ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের গুরু-শিষ্য ফ্লেমিং ও ধোনি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
ফের গুরু-শিষ্য ফ্লেমিং ও ধোনি! ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্রাঞ্চাইজি পুনে’র প্রধান কোচ হতে যাচ্ছেন স্টেফেন ফ্লেমিং। এর আগে বহিষ্কৃত দল চেন্নাই সুপার কিংসের মূল কোচের দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।



একটি সূত্র থেকে জানা যায়, দু’একদিনের মধ্যে ফ্লেমিংকে কোচ হিসেবে ঘোষণা করবে পুনে।

এর আগে পুনে নিজেদের প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে দলে ভেড়ায় ভারতীয় ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। যার মানে আবারও গুরু-শিষ্য হচ্ছেন ফ্লেমিং ও ধোনি। চেন্নাইয়ে প্রথম থেকেই অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন ধোনি।

এদিকে কোচ হিসেবে ফ্লেমিংয়ের নাম এখনও ঘোষণা না করলেও, পুনের মালিক সঞ্জিব গেওনাকের ভাই হারশা গেওনাকে তার টুইটার অ্যাকাউন্টে ফ্লেমিংকে কোচ করার ব্যাপারে জানিয়েছেন।

প্রথম ড্রাফটিংয়ের নিলামে পুনে পাঁচজন ক্রিকেটারকে দলে ভেড়ায়। তারা হলেন, ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, ফাফ ডু প্লেসিস, আজিঙ্কে রাহানে এবং স্টিভেন স্মিথ। সর্বোচ্চ ১২.৫ কোটি ভারতীয় রূপিতে ধোনিকে নেয় পুনে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।