ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারো আম্পায়ারিং নিয়ে বিতর্ক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
আবারো আম্পায়ারিং নিয়ে বিতর্ক

ঢাকা: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের খেলায় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের জেরে খেলতে অস্বীকৃতি জানানোয় পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লিগের বাইলজ অনুসারে কলাবাগান ক্রীড় চক্রকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই হারের ফলে প্রথম বিভাগে নেমে গেল পারটেক্স স্পোর্টিং ক্লাব।



বিকেএসপিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পারটেক্সের অধিনায়ক মেহেরাব হোসেন জুনিয়র। প্রিমিয়ার ক্রিকেট লিগে টিকে থাকতে হলে এ ম্যাচে দুই দলেরই জয়ের কোনো বিকল্প ছিল না।

তবে পারটেক্সের শুরুটা মোটেও খারাপ ছিল না। ওপেনিং পার্টনারশিপে আসে ৪৯ রান। কিন্তু এরপরই দ্রুত তিন উইকেট হারালে পাল্টে যায় খেলার দৃশ্যপট।

তবে বিপত্তি বাধে পারটেক্সের রাজিন সালেহের আউটকে কেন্দ্র করে। ম্যাচের ২২তম ওভারের তৃতীয় বলে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন রাজিন। ফলে ৭৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে পারর্টেক্স। কিন্তু খেলোয়াড়দের দাবি রাজিন আউট ছিলেন না।

এরপর ম্যাচ রেফারি বেশকিছুক্ষন অপেক্ষা করার পর কলাবাগান ক্রীড়া চক্রকে বিজয়ী ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।