ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ওডিআইতে নেই জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
তৃতীয় ওডিআইতে নেই জয়াবর্ধনে মাহেলা জয়াবর্ধনে

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না শ্রীলঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন।

সাত ম্যাচের ওডিআই সিরিজের ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে লিড নিয়েছে লঙ্কানরা।

এদিকে প্রথম দুই ম্যাচে দারুন ব্যাটিং করেছিলেন শ্রীলঙ্কার অন্যতম অভিজ্ঞ ‍ব্যাটসম্যান জয়াবর্ধনে। দুই ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। সর্বশেষ ম্যাচে অপরাজিত ৭৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন।

জয়াবর্ধনের জায়গায় তৃতীয় ওডিআইতে খেলবেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান আশান প্রিয়াঞ্জন। তবে খিলিনা কান্দাম্বিরও খেলার সম্ভাবনা রয়েছে। ৩২ বছর এ বাঁহাতি ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন ২০১১ সালে।

শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজার মাইকেল ডি জয়সা জানিয়েছেন আগামী রোববার কলম্বোতে চতুর্থ ওডিআইতেই ফিরবেন জয়াবর্ধনে।

শ্রীলঙ্কার বর্তমান স্কোয়াডটি তৃতীয় ওডিআই পর্যন্ত করা হয়েছিল। অর্থাৎ তৃতীয় ম্যাচ শেষে নতুন করে দল ঘোষণা করবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

আগামী তিন ডিসেম্বর হাম্বানটোটায় দুদলের মধ্যকার তৃতীয় ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘন্টা, ২ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।