ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাবার মৃত্যুতে দেশে ফিরলেন প্রসন্ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
বাবার মৃত্যুতে দেশে ফিরলেন প্রসন্ন

ঢাকা: ১৫ সদস্যের শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছিলেন প্রসন্ন জয়াবর্ধনে। সোমবার ম্যাচ শুরুর খানিক আগে শুনলেন বাবার মৃত্যুর কথা।

তাত্ক্ষণিকভাবে দেশে ফিরে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মিরপুরে শুরু হয়েছে প্রথম টেস্ট। সতীর্থের এমন দুঃসংবাদে লঙ্কান ক্রিকেটাররা বাহুতে কালো ব্যাজ পরে নেমেছে মাঠে।

প্রায় এক বছরের অনুপস্থিতির পর পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছিলেন প্রসন্ন। ওই সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

প্রসন্ন ছাড়াও দলে উইকেটরক্ষক হিসেবে ছিলেন কুমার সাঙ্গাকারা ও দিনেশ চান্দিমাল। উদ্বোধনী টেস্টে উইকেটের পেছনে সাঙ্গাকারা নয়, দায়িত্ব পেয়েছেন চান্দিমাল। আর তার পরিবর্তে মূল একাদশে জায়গা পেয়েছেন কিথুরুয়ান ভিথানেজ।

৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই প্রসন্ন ফিরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।