ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ব্যাটে মাত্র ২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
সাকিবের ব্যাটে মাত্র ২

অ্যাডিলেড: বিগ ব্যাশ লিগ টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে পারলেন না সাকিব আল হাসান। অ্যাডিলেড স্ট্রাইকার্সের ব্যাটিং হতাশার শিকার হলেন তিনিও।

বর্তমান শীর্ষ দল মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ব্যাট হাতে ২ রান করেছেন বাংলাদেশি অলরাউন্ডার।

গত ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৩০ বলে ৪৬ রানের সেরা ইনিংস খেলেছিলেন সাকিব। এদিন ৪১ রানে চার উইকেট হারালে অষ্টম ওভারের তৃতীয় বলে ব্যাটিং ক্রিজে নামেন তিনি। নিজের প্রথম পাঁচ বল মোকাবিলা করে কোনো রান করতে পারেননি তিনি। লুক রাইটকে থার্ড ম্যান অঞ্চল দিয়ে মেরে দুটি রান নেন, পরের বল বিরতি দিয়ে অষ্টম বলে জেমস ফকনারের তালুবন্দি হন সাকিব।

ব্যাট হাতে ভালো না করলেও বল হাতে হয়তো উজ্জ্বল পারফরমেন্স করবে এমনটাই প্রত্যাশা ভক্তদের।

চার ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে চতুর্থ ‍স্ট্রাইকার্স। ৮ পয়েন্টে সবার উপরে স্টার্স।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ৯ জানুয়ারি ২০১৪/আপডেটেড: ১৫৩৩ ঘণ্টা
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।