ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছোটদের এশিয়া কাপে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
ছোটদের এশিয়া কাপে বাংলাদেশের জয়

আবুধাবি: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অসাধারণ জয়ে পথচলা শুরু করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।



মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ৫০/১০ (২৫.২ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫১/১ (১০.২ ওভার)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জয়ী নয় উইকেটে

বি গ্রুপের ম্যাচে মালয়েশিয়ার অনভিজ্ঞ তরুণরা টস জিতে আগে ব্যাট করতে নামে। দলীয় ১৫ রানে বীরানদীপ সিংকে (৯) সাজঘরে পাঠিয়ে শুরু করলেন আবু হায়দার। এরপর আর দাঁড়াতে পারেনি ব্যাটিং দল।

হায়দারই সবচেয়ে বিধ্বংসী ছিলেন। বাঁহাতি এই পেসার একে একে পাঁচ উইকেট তুলে নিয়েছেন ৮ ওভারে মাত্র ৮ রান দিয়ে। মুস্তাফিজুর রহমান ও জুবাইর হোসেন দুটি করে উইকেট নিয়ে তাকে যোগ্য সহায়তা দেন।

মালয়েশিয়ার পক্ষে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছান আহমেদ তাজউদিন ইসমাইল (১৫)।

উদ্বোধনী জুটিতেই জয়ের দেখা পাওয়ার পথে ছিলেন বাংলাদেশের সাদমান ইসলাম ও জাকির হাসান। দলীয় ৩৩ রানে জাকির (১৪) সাজঘরে ফেরেন। সাদমান ২৫ ও জয়রাজ শেখ ১০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

রোববার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তানের তরুণরা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।