ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নওগাঁয় ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
নওগাঁয় ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় ক্ষুদে ক্রিটারদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ক্রিকেট লার্নিং সেন্টার নামে একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের এটিম মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রশিক্ষক মাসুদ হাসান।

এসময় বিকেএসপির হকি প্রশিক্ষক আলমগীর হোসেন, নওগাঁ ক্রিকেট ওয়েল ফেয়ার একাডেমির সদস্য সচিব ফয়সাল আহমেদ ও ক্রিকেট লার্নিং সেন্টারের কোচ ডিরেক্টর রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি ও শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।